ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

এটা নমুনা, আরও চমক আসছে: শাকিব খান

সম্প্রতি এসএমসি ওরস্যালাইস-এন এর একটি বিজ্ঞাপনে কাজ করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। গত সোমবার এফডিসির জসিম ফ্লোরে এটির শুটিং হয়। একদিনেই শেষ হয়েছে কাজ। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন ‘হাসিনা: আ ডটারস টেল’ ছবির নির্মাতা পিপলু খান।


এই বিজ্ঞাপন দিয়েই নতুন বছরের কাজ শুরু করেছেন বাংলাদেশি কিং খান। যেখানে তিনি ধরা দিয়েছেন একেবারেই ভিন্ন লুকে। তারই একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন শাকিব খান। ক্যাপশনে লিখেছেন, ‘এটা একটা নমুন, আরো চমক আসছে।’



কী সেই চমক? এই প্রশ্নই এখন ঘুরছে শাকিব-ভক্তদের মনে। হয়তো খুব শিগগির নতুন কোনো ছবির ঘোষণা দিতে চলেছেন তাদের প্রিয় তারকা। সারা বছর এই অপেক্ষাতেই তো থাকেন তারা। তার আগে প্রিয় নায়কের নতুন বিজ্ঞাপনটি দেখেই সন্তুষ্ট থাকতে হবে সবাইকে।


নতুন এই বিজ্ঞাপন ও শাকিবের প্রশংসা করে নির্মাতা পিপলু খান বলেন, ‘দারুণ এক অভিনেতার বাইরেও দারুণ একজন মানুষ শাকিব খান। তার সঙ্গে প্রথম কাজ করলাম। সব মিলিয়ে অভিজ্ঞতা দারুণ।’


অন্যদিকে শাকিব খান বলেন, ‘সিনেমায় আমাকে যেভাবে দর্শকরা দেখে পছন্দ করেন, বিজ্ঞাপনটিতেও তেমন এক চরিত্রে দেখতে পাবেন। বিজ্ঞাপনটি খুব শিগগিরই টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু হবে।’


প্রসঙ্গত, গত বছরের মার্চ থেকে এসএমসি ওরস্যালাইন-এন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন শাকিব খান। বিশেষ উপলক্ষে তিনি পণ্যটির প্রমোশনে কাজ করেন। এর আগেও একবার এসএমসির বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।


শাকিব খান অভিনীত শেষ ছবি ‘নবাব এল.এল.বি’ কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। অনন্য মামুন পরিচালিত এ ছবির নায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। সেখানে প্রশংসিত শাকিবের অভিনয়। এবার নতুন ছবি ঘোষণার পালা।

ads

Our Facebook Page